আইএবি নিউজ : ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মোহাম্মদ মোশাররফ হোসেন এক যুক্ত বিবৃতিতে বলেছেন, মূর্তিপ্রেমীরা মুসলমান নয়, তারা ইসলামের দুশমন। তারা মুশরিক। আগামী নির্বাচনে প্রমাণ হবে কারা মুসলমান ও কারা মুশরিক। মুশরিকদের বয়কট করতে হবে। মূর্তি অপসারণের একদিন পর সুপ্রিমকোর্টের এ্যানেক্স ভবনের সামনে পুন:স্থাপন করে নতুন চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্ত বন্ধ না হলে কঠোর আন্দোলন শুরু হবে।
কতিপয় মূতিপ্রেমীদের জন্য বিরানব্বই ভাগ মুসলমানদের ঈমান ও বোধ বিশ্বাসে আঘাত করার পরিণাম ভাল হবে না। মসজিদের নগরীকে মূর্তির নগরী বানাতে দেয়া হবে না। কুলাঙ্গার মৃণাল হককে গ্রেফতার করলে মূর্তির আসল রহস্য বের হবে। মূর্তি সরাতে হবে। শুধু গ্রিক দেবীর মূর্তি নয়, এখন সকল মূর্তিই ধ্বংস করতে হবে।
Leave a Reply