আরিফ বিল্লাহ, ঝালকাঠি (জেলা) সংবাদদাতা : কেন্দ্রঘোষিত কর্মসুচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৭ রমজান) সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমাদের ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে, আমাদের সভ্যতা, সাংস্কৃতি আছে কিন্তু তার কোথায়ও মূর্তি নাই। বক্তারা বলেন, আদালতে গ্রীক মূর্তি দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক। অবিলম্বে এই মূর্তি অপসারণ করতে হবে, অন্যথায় পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে গণআন্দোলন গড়ে তোলা হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠী জেলা সিনিয়র সহ-সভাপতি হাফেজ মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সদর উপজেলা সভাপতি জনাব মোঃ নাছির উদ্দীন মৃধা, সেক্রটারী মাওঃ মোঃ মাইনুল হক, যুব আন্দোলন জেলা সভাপতি মাওঃ মোঃ আল আমিন, ছাত্র আন্দোলন জেলা সাধারণ সম্পাদক হাফেজ মুহাঃ আরিফ বিল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বিক্ষোভ শুরু হলে রাজপথে এসে পুলিশি বাধার মুখে পড়ে। তখন অবরুদ্ধ অবস্থায় নেতা- কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
Leave a Reply