সারাদেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের অংশগ্রহণে দিনব্যাপী বিভিন্ন রাউন্ডের বিতর্ক শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং রানার্স আপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। উক্ত বিতর্কে চিফ এ্যডজিকিউটর ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জনপ্রিয় টিভি উপস্থাপক শাহ ইফতেখার তারিক।
জি.এম. রুহুল আমীন-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই রশিদিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, সহকারী মহাসচিব আলহাজ্ব আমীনুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি শাইখ ফজলুল করীম মারুফ, সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ হাছিবুল ইসলাম প্রমুখ।
প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সিলেট এমসি কলেজ, সরকারি তোলারাম কলেজ, সরকারি বিএল কলেজ, ঢাকা পলিটেকনিকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ অংশগ্রহণ করে।
Leave a Reply