নোয়াখালী প্রতিনিধিঃ গতকাল ৩ আগস্ট রোজ রবিবার সকাল ৮টা থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা (উত্তর) শাখাধীন বেগমগঞ্জ পশ্চিম শাখার ১নং আমানউল্লাহপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখার উদ্যোগে স্থানীয় কার্যালয়ে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি হাফেজ মুহাম্মাদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দীন মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বেগমগঞ্জ পশ্চিম থানা সভাপতি মুহাম্মাদ ইব্রাহীম খলীল।
বিশেষ অথিতির বক্তব্যে মুহাম্মদ ইব্রাহীম খলীল বলেন, আমরা তখনি প্রকৃত ঈদ পুনর্মিলনী উদযাপন করবো, যখন সমাজের পরতে পরতে ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দিতে পারবো। আর সে সোনালী সমাজ বাস্তবায়নে এক যাঁক মেধাবী ছাত্রদের ভূমিকা অাবশ্যক।
তিনি আরো বলেন, আজকে আমরা কত আনন্দের সাথে ঈদ পালন করছি, অথচ আমার পার্শ্ববর্তী দেশ মায়ানমারের মুসলমানরা আজ নির্যাতিত। নিপিড়িত মাজলুম মানুষের আর্তচিৎকারে প্রকম্পিত আকাশ বাতাস। আমরা কিছুই করতে পারছি না আজ তাদের জন্য। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সমগ্র মুসলিম উম্মাহ্ কে তাঁর কুদরতি হাত দ্বারা হেফাজত করে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ১নং আমানউল্যাপুর ইউনিয়ন সভাপতি হযরত মাও: ইব্রাহীম সাহেব, ইশা ছাত্র আন্দোলন এ,কে,জি স্কুল শাখার সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত লিটন, ইউনিয়ন সহ-সভাপতি পারভেজ আলম, অর্থ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুল হাসান ইমন প্রমুখ।
Leave a Reply