মারুফ আহমেদ, হবিগঞ্জ (জেলা) প্রতিনিধি: আরাকানে মুসলিম গণহত্যা বন্ধের দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি রাজনগর জামে মসজিদ থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে খোয়াইমুখ চত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি আলহাজ্জ মুহিবুদ্দীন আহমেদ সোহেল এর সভাপতিত্বে ও সেক্রেটারি আলহাজ্ব শামছুল হুদার পরিচালনায়
বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলন হবিগন্জ জেলা সভাপতি কেএম তাজুল ইসলাম, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওঃ আনাছ মাহমুদ, ইসলামী আন্দোলনের নেতা মাওঃ মতিউর রহমান, মাওঃ শামসুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক আলহাজ্জ শামসুল হুদা, আলহাজ্ব মাও: আব্দুল হান্নান, ইসলামী শ্রমিক আন্দোলন হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব আব্দুল মুচ্ছাব্বির রুনু, সেক্রেটারি জনাব শামছুল আলম সাজু, ইসলামী যুব আন্দোলন হবিগঞ্জ জেলা সেক্রেটারি মাও: বশির আহমদ, ইশা ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা সভাপতি কে.এম. তাজুল ইসলাম সহ জেলা নেতৃবৃন্দ।
Leave a Reply