নাজিম হাওলাদার, খুলনা প্রতিনিধিঃ অাজ শুক্রবার (১৭ নভেম্বর) ইসলামী শাসনতন্ত্র ছাত্র অান্দোলন খুলনা জেলা উত্তর শাখার পক্ষ থেকে জেলা সহ-সভাপতি এস.কে নাজমুল হাসান এক বিবৃততে জানান ইসলামী শাসনতন্ত্র ছাত্র অান্দোলন এর কেন্দ্রীয় সহ-সভপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবি ছাত্র শাইখ ফজলুল করীম মারুফ দুইদিনের সফরে অাজ খুলনায় অাসছেন। তার সফর সঙ্গী হিসেবে অাসছেন কেন্দ্রীয় সদস্য মুহাম্মাদ অাব্দুল জলিল।
তিনি আজ (শুক্রবার) সকাল ১১টা নাগাদ খুলনায় পৌছবেন। এসময় তিনি ১৭ ও ১৮ নভেম্বর দুই দিনের সফরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র অান্দোলন খুলনা জেলা উত্তর, দক্ষিণ ও সরকারি বিএল কলেজ শাখার বিভিন্ন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
প্রোগ্রামগুলো সফল করার জন্য আহ্বান জানিয়েছেন উত্তর শাখার সভাপতি শেখ অামীরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, খালিদ সাইফুল্লাহ, নাজমুস সাকিব, বেলাল হুসাইন, ইনামুল হাসান সাইদ, শরিফুল ইসলাম, মাহদী হাসান, নাজিম হাওলাদার নাঈম, ফরহাদ মোল্লা, ইবরাহিম ইসলাম অাবির সহ প্রমুখ।
Leave a Reply