শাহিন বিন শফিক, কুমিল্লা দক্ষিণ সংবাদদাতাঃ সোমবার সকাল ১০টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিনের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উপলক্ষে ৫নং উত্তরদা ইউনিয়নের আলোচনা সভা ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পূর্ব শাখার সহ-সভাপতি ছাত্রনেতা মোঃ নূরে আলম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের ছাত্র সমাজ যখন তাদের সঠিক পথ থেকে বিচ্যুতি হয়ে বিপথে চলে গিয়েছিলো, তখন ছাত্র সমাজকে বিপথ থেকে ফেরাতে এবং ছাত্র সমাজের মাধ্যমে দেশে ইসলামী বিপ্লব সাধনের উদ্দেশ্যে পীর সাহেব চরমোনাই রহঃ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা করেন।
সভাপতির বক্তব্যে রবিউল ইসলাম সবুজ বলেন, ”
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নিজেদের লক্ষ অর্জনে সফল ভাবেই এগিয়ে যাচ্ছে। আমরা বাতিলদের সমস্ত চক্রান্তের প্রতিবাদে প্রতিবারই রাজপথে নেমে আসছি। আমরা সমাজ ও দেশ থেকে জাহিলিয়াতের অবসান ঘটিয়ে তদস্থলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষে ধারাবাহিকভাবে কর্মসুচি পালন করে যাচ্ছি।
উক্ত আলোচনা সভায় ইউনিয়নের সাবেক ও বর্তমান দায়িত্বশীলগণও উপস্থিত ছিলেন।
Leave a Reply