শাহীন বিন শফিক, কুমিল্লা (দক্ষিণ) সংবাদদাতাঃ গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর’১৭) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা ও কুমিল্লা সদর দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে, পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা ক্যাম্পাসে জোন ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি হাফেজ মু. এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য শেখ এহতেশাম বিল্লাহ আজিজী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন “দেশের ছাত্র সমাজ যখন তাদের সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে বিপথে চলে গিয়েছিলো, তখন ছাত্র সমাজকে বিপথ থেকে ফেরাতে এবং ছাত্র সমাজের মাধ্যমে দেশে ইসলামী বিপ্লব সাধনের উদ্দেশ্যে পীর সাহেব চরমোনাই রহঃ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা করেন।”
তিনি আরো বলেন, ‘ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন’ নিজেদের লক্ষ অর্জনে সফল ভাবেই এগিয়ে যাচ্ছে। আমরা বাতিলদের সমস্ত চক্রান্তের প্রতিবাদে প্রতিবারই রাজপথে নেমে এসেছি। আমরা সমাজ ও দেশ থেকে জাহিলিয়াতের অবসান ঘটিয়ে তদস্থলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষে ধারাবাহিকভাবে কর্মসুচি পালন করে যাচ্ছি।”
উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মু. খালেদ সাইফুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মু. কাউছার আহমদ, অর্থ সম্পাদক হাফেজ মু. রাকিবুল ইসলাম ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।
Leave a Reply