নাজিম হাওলাদার, খুলনা প্রতিনিধি : ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা উত্তরের উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালী গতকাল ২৫ আগষ্ঠ রোজ শুক্রবার নগরীর পাওয়ার হাউজ মোড়ে শাখা সভাপতি শেখ মুহাঃ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমাবেশ ও র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি, আসন্ন কেসিসি নির্বাচনে মেয়র পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ মাওঃ মুজ্জাম্মিল হক।
প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ ও র্যালীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওঃ আব্দুল্লাহ ইমরান, খুলনা মহানগর সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা শেখ মুহাঃ নাসির উদ্দিন, সাবেক নগর সেক্রেটারি মুফতি মাহবুবুর রহমান, জেলা সেক্রেটারি শেখ হাসান ওবায়দুল করিম, নগর সাংগঠনিক সম্পাদক জিএম সজিব মোল্লা, শ্রমিক আন্দোলন নগর সভাপতি মুহাঃ জাহিদুল ইসলাম, শিক্ষক ফোরাম নগর সভাপতি মুফতি রবিউল ইসলাম রাফে।
জেলা উত্তরের সাধারণ সম্পাদক মুহাঃ সাইফুল ইসলাম এর পরিচালনায় প্রতিষ্ঠাবাষিকী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মাওঃ আবুল কালাম আজাদ, যুব নেতা জুনাইদ মাহমুূদ, জেলা উত্তর সহ-সভাপতি শেখ নাজমুল হাসান, বিএল কলেজ সভাপতি এম এ হাসিব গোলদার, খালিদ সাইফুল্লাহ, নাজমুস সাকিব, বেলাল হুসাইন, এনামুল হাসান, শরিফুল ইসলাম, নাজিম হাওলাদার নাঈম, মাহাদি হাসান, মাঈনুদ্দীন, আবীর, আব্দুল্লাহ, শেখ রমজান, মুজাহিদ সহ থানা নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বিশাল এক র্যালী জেলা সভাপতির নেতৃত্বে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফেরিঘাট মোড়ে সংক্ষিপ্ত মোনাজাত এর মাধ্যমে শেষ হয়।
Leave a Reply