নাজিম উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি: আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের ব্যবস্থাপনায় নগর সভাপতি মুহা. নিজাম উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. নুরুল বশর আজিজির সঞ্চালনায় ৩দিন ব্যাপী অঞ্চলভিত্তিক কর্মী তারবিয়াত-১৭ অনুষ্ঠিত হয়।
৩ দিনব্যাপী তারবিয়াতে দেশ, ইসলাম,
আন্তর্জাতিক ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিশেষ আলোচনা করা হয় এবং সংগঠনের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
উক্ত তারবিয়াতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, হাটহাজারী ও পটিয়া সাংগঠনিক জেলার কর্মীগণ।
প্রধান অতিথি ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জি.এম. রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মুহা. ইলিয়াছ হাসান।
আরো উপস্থিত ছিলেন মাওলানা ওবাইদুল্লাহ হামযাহ, মাওলানা এনামুল হক আল মাদানী, সাবেক নগর সভাপতি মুজাহিদ সগির আহমেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার মুস্তাক আহমদ, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কওমি মাদরাসা বিষয়ক সম্পাদক এ কে এম আব্দুজাজাহের আরেফি, কেন্দ্রীয় সুরা সদস্য রিদওয়ানুল হক শামছী, এইচ এম ছাখাওয়াত ও আলমঙ্গীর হোসাইন প্রমূখ।
Leave a Reply