নাজিম উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি : গতকাল শুক্রবার (৬ অক্টোবর’১৭) রাত ১২.১০ মিনিটে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে জেলা সভাপতি মুহাম্মাদ মোরশেদ কারিমীর সভাপতিত্বে হাটহাজারীস্থ জেলা কার্যালয়ে “ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পথ চলার নীতি” বিষয়ক আলোচনা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মেধাবী ছাত্রনেতা মুহাম্মাদ নুরুল বশর আজীজী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী দিনে ইসলামী হুকুমত প্রতিষ্টার জন্য ইশা ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদেরকেই অগ্রণী ভুৃমিকা পালন করতে হবে। বাতিলকে সমুচিত জবাব দেওয়ার জন্য তাত্ত্বিক ও সাবলীল আলোচনায় পারাঙ্গমতা অর্জন সময়ের দাবি। অতএব বর্তমান জাহেলি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এবং বাতিলের সকল চ্যালেঞ্জ মুকাবিলা করার জন্য সকল সেক্টরে যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখতে হবে।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি জেলা সভাপতির পক্ষ হতে প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করেন।
Leave a Reply