আলী আকবার, নোয়াখালী সংবাদদাতা : গতকাল ২৪ জুলাই (সোমবার) ইশা ছাত্র আন্দোলন নোয়াখালী জেলার আওতাধীন ছাতারপাইয়া ইউনিয়ন শাখার উদ্যোগে শাখা কার্যালয় বাদ মাগরিব দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত দাওয়াতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা উত্তরের কাওমি মাদরাসা বিষয়ক সম্পাদক জি.এম মাহমুদুল হাসান হামিদী।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন, সুস্থ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে ইশা ছাত্র আন্দোলনের সকল বন্ধুদের মেধা ও দক্ষতার ভিত্তিতে সকল প্রকার চ্যালেঞ্জের মোকাবেলায় অবতীর্ণ হতে হবে।
তিনি আরো বলেন, সর্বময় ইসলামকে প্রতিষ্ঠার প্রত্যয়ে ছাত্র সমাজকে রুহানিয়াত ও জিহাদের সমন্বয় সকল প্রকার তাগুতিশক্তির বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে গণবিপ্লবের পথকে ত্বরান্বিত করতে হবে।
বৃষ্টিস্রোতধারাকে উপেক্ষা করে গণবিপ্লবের লক্ষ্যে
তৃণমূল মূলপর্যায় কার্যক্রমকে অব্যহত রেখে বিরামহীনভাবে এগিয়ে চলছে ইশা ছাত্র আন্দোলন।
উক্ত সভা শেষে তেমুহনী আ. রশিদ উচ্চ বিদ্যালয় শাখার ২০১৭-১৮ সেশনের কমিটিতে সভাপতি মুহা.
জহিরুল ইসলাম, সহ-সভাপতি মুহা. আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহা. সুজন হাওলাদারের নাম ঘোষণা করে শপথবাক্য পাঠ করানো হয়।
Leave a Reply