আইএবি নিউজ (ক্যাম্পাস প্রতিনিধি) : সোমবার (৫ জুন) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে রায় সাহেব বাজার আল ইসলাম চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। প্রধান বক্তা ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি শাইখ ফজলুল করীম মারুফ।
অহিদুল ইসলাম রেজার সভাপতিত্বে ও জবি শাখার সাধারণ সম্পাদক মুহা. সারোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সহকারী অধ্যাপক মোঃ দিদার হোসেন তামীম, মাওলানা নুরুন্নবী তালুকদার, ইসলামী আইনজীবী পরিষদের সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট লুৎফর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা ডাঃ দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক ছাত্রনেতা মোঃ জিয়াউল হক জিয়া, জবি শাখার সাবেক ছাত্রনেতা গাজী আবু হোরায়রা, মোঃ মিজানুর রহমান ও মো: আবুল হোসাইন প্রমুখ।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আশরাফুল আলম জাতির এই ক্রান্তিকালে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
প্রধান বক্তা শাইখ ফজলুল করিম মারুফ তার বক্তব্যে ইসলামের চলমান দুর্দিনে ছাত্র আন্দোলনের কর্মী বাহিনীকে অগ্রণী ভূমিকা পালনে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
Leave a Reply