জাজিরা থেকে সরোয়ার হোসেনঃ আজ (মঙ্গলবার) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার জাজিরা থানা শাখার উদ্যোগে দেশের ঐতিহ্যবাহী কাজিরহাটের বন্ধুমহল রেস্টুরেন্টে ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি এম এ রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মাসরুর হাসান (সুমন) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখারর সংগ্রামী সেক্রেটারি এস এম আহসান হাবিব। প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মুহাম্মাদ হযরত আলী।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন, আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে ইশা ছাত্র আন্দোলনকে। এজন্য ছাত্র আন্দোলনের প্রতিটি সদস্য-কর্মীকে সদা সত্য ও ন্যায়ের পথে অটল থাকতে হবে। ছাত্রদের প্রধান কর্তব্য লেখাপড়া করা। লেখাপড়ায় শ্রেনীতে ১ম হতে হবে। সংগঠনের বইপুস্তক অধ্যয়ন করে সংগঠন সম্পর্কে জানতে হবে।
এছাড়াও উপস্হিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জাজিরা থানা শাখার সহ-সভাপতি মাওলানা মোঃ কামরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মোঃ মিজানুর রহমান, মাস্টার মোঃ ইসহাক, কারী আব্দুল হালিম, ইশা ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন, ফতুল্লা থানার সভাপতি আব্দুল্লাহ মোহাম্মাাদ হাসান, শরীয়তপুর জেলা শাখার প্রচার সম্পাদক মোঃ মুসলিম হাসান, সরকারি তিতুমীর কলেজের অন্যতম সদস্য মোঃ শফিকুল ইসলাম, ইসলামী আইনজীবী পরিষদের সদস্য মোঃ জাহিদুল ইসলাম-সহ প্রমূখ নেতৃবৃন্দ।
Leave a Reply