মুক্তাদির চৌধুরী, সিলেট প্রতিনিধি : গতকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট জেলাধীন জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউপি শাখার উদ্যাগে বেলা সন্ধা ৬টা থেকে শুক্রবারি বাজারস্থ অস্থায়ী এক মিলনায়তনে মু. জামিল আহমদ সাহেব এর সভাপতিত্বে ও মু. আতিকুর রাহমান এর সঞ্চালনায় কমিটি গঠন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপিস্থত ছিলেন ইশা ছাত্র আন্দোলন জৈন্তাপুর উপজেলা শখার সভাপতি মু. জুবায়ের আহমদ দেলওয়ার।
প্রধান অতিথি তার বক্তব্যের মধ্যে বলেন, জাতিকে সু-সংগঠিত এক ঝাঁক তরুণ উপহার দিতে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। তিনি আরো বলেন, দূষিত রাজনীতিকে বিদূরিত করতে হলে ইশা ছাত্র আন্দোলন এর বিকল্প নেই।
বক্তব্য শেষে ২০১৬ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০১৭ সেশনের কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে সভাপতি মুহা. হিফজুর রাহমান, সহ-সভাপতি মুহা. আবু তালহা, সাধারণ সম্পাদক মুহা. ইসলাম উদ্দীনকে মনোনীত করেন।
কমিটি গঠন সভায় বিশেষ অতিথি হিসেবে উপিস্থত ছিলেন ইশা ছাত্র আন্দোলন জৈন্তাপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক রুহুল আমিনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
Leave a Reply