নিজস্ব প্রতিবেদকঃ সোমবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পটুয়াখালীর মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়নে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ডালবুগঞ্জ ইউনিয়ন শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি এইচ.এম আল আমিন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আল আতিক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ডাবলুগঞ্জ ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক এইচ.এম রেজাউল করিম, প্রশিক্ষণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাইজুর রহমান, অর্থ সম্পাদক মুহাঃ সাইদুল হক ও ছাত্রকল্যাণ সম্পাদক তামিম ইসলাম।
প্রায় দেড় ঘন্টাব্যাপী সভায় শাখার দায়িত্বশীলগণ ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখার পক্ষে জোরালোভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে কমিটি গঠনের সিদ্ধান্ত নেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
Leave a Reply