গত ২১ জানুয়ারি’২১ রোজ বৃহস্পতিবার দুপুর ২.৩০ মিনিট থেকে মিরপুর মাজার রোডস্থ গাবতলী খেলার মাঠে ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিমের নগর সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল আমিন।
ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মুহাম্মাদ আলমগীর হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত নগর সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।
নগর সাধারণ সম্পাদক এম এম ফরহাদ হোসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের জয়েন্ট সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাইম ও ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শরীফুল ইসলাম।
সম্মেলন শেষে প্রধান অতিথি আগামী ২০২১ সেশনের জন্য সভাপতি মুহাম্মাদ রায়হান চৌধুরী, সহ-সভাপতি এম এম ফরহাদ হোসাইন ও সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মাদ নজরুল ইসলামের নাম ঘোষণা করেন।
Leave a Reply