স্টাফ রিপোর্টার : শনিবার (১০ জুন) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে রাজধানীর যাত্রাবাড়ী রয়েল হোস্ট চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন ইশা ছাত্র আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী জেনারেল মুহাম্মাদ হাছিবুল ইসলাম।
শাখা সভাপতি সাইফ মুহাম্মাদ সালমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. সিরাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারী এবিএম জাকারিয়া।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সাবেক সভাপতি হুমায়ুন কবীর, শেখ মুহাম্মাদ নূর উন নাবী, কাওসার আহমাদ, জহিরুল ইসলাম, সাবেক সহ্-সভাপতি আব্দুল কাদেরসহ বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আলহাজ আমিনুল ইসলাম জাতির এই ক্রান্তিকালে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ইসলামী বিপ্লবকে তরান্বিত করার আহবান জানান।
প্রধান বক্তা হাছিবুল ইসলাম তার বক্তব্যে ইসলামের চলমান দুর্দিনে ছাত্র আন্দোলনের কর্মী বাহিনীকে অগ্রণী ভূমিকা পালনে এগিয়ে আসার আহ্বান জানান।
ইফতার মাহফিল শেষে শাখার কর্মপদ্ধতিকে আরো সময়োপযোগী করতে সাবেক ও বর্তমান নেতৃবৃন্দদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply