মুক্তাদির চৌধুরী, সিলেট প্রতিনিধি : গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর’১৭) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট জেলার দক্ষিণ সুরমা থানা শাখার উদ্যোগে শাখা সহ-সভাপতি মুহাম্মদ মুস্তাক আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় সন্ধ্যা ৬টা থেকে শাখা কার্যালয়ে দক্ষিণ সুরমা থানা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন ও ইসলামী শ্রমিক আন্দোলন এর সাবেক দায়িত্বশীলদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শাখার কার্যক্রম আরোও এগিয়ে নিতে সকলের মতামত ও পরামর্শ নেয়া হয়। এবং সর্বশেষ সার্বিক বিষয়ে গুরুত্বপুর্ণ আলোচনা পেশ করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখা প্রশিক্ষণ সম্পাদক ও আল্লামা শায়েখে কৌড়ীয়া রাহ. জোন (দক্ষিণ সুরমা, বিশ্বনাথ) জিম্মাদার আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিব।
Leave a Reply