বিএম মাহদী হাসান, নরসিংদী (জেলা) সংবাদদাতাঃ গতকাল শুক্রবার (২৫ আগষ্ট) বিকাল ৩টায় নরসিংদীর প্রাণকেন্দ্র ভেলানগর জেলখানা মোড় চত্বরে সংগঠনের জেলা সভাপতি ছাত্রনেতা এইচ এম জয়নুল আবেদিন ভূইয়ার সভাপতিত্বে র্যালী ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা সভাপতি জননেতা মাওলানা আব্দুল বারি সাহেব (দাঃ বাঃ)।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ইশা ছাত্র আন্দোলন প্রতিষ্ঠার পর হতে শিক্ষার্থীদের অধিকার আদায়ে নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। সেই সাথে দেশের স্বাধিনতা-সার্বভৌমত্ব ও ইসলামী তাহজিব-তামাদ্দুন রক্ষার জন্যেও তারা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে আসছে। সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করতে গিয়ে ইশা ছাত্র আন্দোলন বিভিন্ন সময়ে রক্ত-জীবন ও ঘাম দিয়ে জাতির কাছে আস্থার প্রতীক হিসেবে পরিগণিত হয়েছে। সেই জন্যেই প্রতিষ্ঠার ২৫ বছরের মাথায় সারা দেশের সকল জেলা, থানা, ইউনয়নে সংগঠনের বিস্তারসহ একমাত্র ত্রিধারার শিক্ষার্থীদের নেতৃত্বের সংগঠন হিসেবে সু-খ্যাতি অর্জন করেছে।
বক্তারা আরো বলেন, ছাত্র সংগঠন দেশের প্রাণশক্তি কিন্তু আজকে রাজনৈতিক সংগঠনগুলো ছাত্রদেরকে নিজেদের হীন স্বার্থে ব্যবহার করার জন্য ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেয়াসহ চারিত্রিক বিপর্যয় ডেকে আনছে। তাই ছাত্রদের চারিত্রিক ও নৈতিক উন্নতিপূর্বক মেধার উন্নয়নের জন্য ইসলামী আদর্শভিত্তিক ছাত্র সংগঠনের বিকল্প নাই। এসময় বক্তারা ছাত্র সমাজকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পতাকাতলে এসে ইসলামী বিপ্লবের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পীর সাহেব চরমোনাই’র হাতকে শক্তিশালী করার আহবান জানান।
সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলার অর্থ সম্পাদক হাফেজ আরিফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলার সাংগঠনিক সম্পাদক মুফতি আরিফুল ইসলাম, নরসিংদী জেলা ছাত্র আন্দোলন এর সহ-সভাপতি গাজী হেমায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মুহাঃ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাঃ মোবারক হোসেন, প্রশিক্ষণ মুহাঃ মাহ্দী হাসান,
দফতর সম্পাদক বিএম মাহ্দী আল হাসান, কওমী মাদ্রাসা বিষঃ সম্পাদক মুহাঃ রফিকুল ইসলাম আবু তালেব,
স্কুল বিষঃ সম্পাদক মুহাঃ মিজানুর রহমান, ছাত্র কল্যাণ সম্পাদক কাজি মোস্তফা কামাল, সাহিত্য ও সংস্কৃতি বিষঃ সম্পাদক শেখ সাদী সহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও প্রতিষ্ঠান এর প্রমুখ নেতৃবৃন্দ।
র্যালীটি জেলখানা মোড় থেকে শুরু করে জর্জ কোর্ট, উপজেলা অফিস, নরসিংদী সরকারী কলেজ গেট হয়ে নরসিংদী ব্রাহ্মন্দী শিক্ষা চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রধান অতিথির দোয়া ও মুনাজাতের মাধ্যমে র্যালীর সমাপ্তি ঘোষণা হয়।
Leave a Reply