কিশোরগঞ্জ প্রতিনিধি: ”আল কুরআনের আলো, ঘরে ঘরে জ্বালো” এই চেতনাকে বক্ষে ধারণ করে, সমাজের সর্বস্তরের মানুষের মাঝে কুরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নান্দাইল শাখার ব্যবস্থাপনায় উপজেলার কাজী বাড়ি মসজিদে, প্রত্যাহ এশার নামাজের পর কুরআন শিক্ষার আয়োজন করা হয়েছে। এতে সর্বস্তরের মানুষের মাঝে ব্যপক সাড়া পরেছে।
এখানে কুরআন শিখতে আসা নান্দাইল বাজারের ব্যবসায়ী জুনাঈদ সাহেবের কাছে জানতে চাইলে তিনি বলেন, খুব সুন্দর উদ্যোগ। আমরা ব্যবসায়ীরা সারাদিন ব্যবসা করার পর কুরআন শিখতে পারছি। কোর্স পরিচালক ক্বারি হুমায়ুন সাহেব বলেন, দলীয় মানসিকতা পরিহার করে উম্মতের কল্যাণে কাজ করতে হবে। কুরানের শিক্ষা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেয়ার অঙ্গীকার করেন এবং সমাজের বিত্তবানদের সহযোগীতা কামনা করেন।
Leave a Reply