আব্দুল ওয়াহাব, নোয়াখালী প্রতিনিধিঃ ২৬ রমজান (বৃহঃবার) বাদ আসর থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা (উত্তর) শাখার উদ্যোগে শাখা সভাপতি এইচ এম সাখাওয়াত উল্লাহ এর সভাপতিত্বে নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীর হকার্স মার্কেটস্থ শাহী বিরিয়ানি হাউজে “সন্ত্রাস, দুর্নীতি ও কায়েমী সার্থবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠায় রমজানের ভূমিকা” শীর্ষক অালোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক মুহাম্মদ শরীফুল ইসলাম, আইএবি নোয়াখালী জেলা সভাপতি হাফেয মাওলানা নজীর আহমদ, ছাত্র আন্দোলনের সাবেক জেলা সভাপতি হাফেজ মাওলানা শহিদুল ইসলামসহ বিভিন্ন টিভি চ্যানেল ও বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।
Leave a Reply