আব্দুল ওয়াহাব, নোয়াখালী উত্তর সংবাদদাতা : আজ ২৪ আগস্ট রোজ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা (উত্তর) শাখার কর্মীসভা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা প্রশিক্ষণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুহাম্মদ সাদ্দাম হোসাইন। এতে অন্যান্যের মধ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মুহাম্মদ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল ওয়াহাব, সাংগঠনিক সম্পাদক আবু বকর প্রমুখ।
সভায় কর্মীদের নিয়মিত কার্যক্রম তদারকি, বিভিন্ন প্রোগ্রাম পরিচালনা, শিক্ষা বৈঠক কার্যক্রম বাস্তবায়ন ও এম এল এস কার্যক্রম সম্প্রসারণসহ আগামী ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য হযরত হাফেজ্জী হুজুর রহঃ জোনের অঞ্চলভিত্তিক কর্মী তারবিয়াত বাস্তবায়ন সম্পর্কে বিশদ দিক নির্দেশনা প্রদান করা হয়।
Leave a Reply