ইউসুফ পিয়াস, নোয়াখালী জেলা দক্ষিণ সংবাদদাতা : আজ রবিবার (১লা অক্টোবর) বাদ যোহর ইশা ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা দক্ষিণ শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে শাখা সভাপতি মুহাম্মদ আবদুল মুকিত-এর সভাপতিত্বে ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলন-১৭ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মোহাম্মদ উল্যাহ জসিম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আদর্শিক বিপ্লবের জন্য ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতির বিকল্প নেই, এজন্য ইশা ছাত্র আন্দোলনকেই এগিয়ে আসতে হবে।
শাখা সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদার হোসাইন-এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মাও. শাহাদাত হোসাইন, মুদ্দাচ্ছির হোসাইন, আল-আমিন সাইফুল্লাহ, মানজুর এলাহী সহ প্রমুখ নেতৃবৃন্দ।
Leave a Reply