স্টাফ রিপোর্টার : আজ শুক্রবার বাদ জুমআ নোয়াখালী জেলা কোর্ট মসজিদ চত্বরে ইশা ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা দক্ষিণ এর উদ্যোগে শাখা
সভাপতি মুহাম্মদ আবদুল মুকিত এর সভাপতিত্বে মূর্তি
পুন:স্থাপনের প্রতিবাদ ও জাতীয় প্রেসক্লাব চত্বরে ইশা ছাত্র আন্দোলন-এর অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী
জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহমুদুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার পবিত্র
মাহে রমজানে রোযাদার মুসলমানদের আবারো আন্দোলনে নামাতে চায়। আমাদের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর অপসারিত মূর্তি পুন:স্থাপন করে সরকার গণবিচ্ছিন্ন, স্বাধীনতা ও শান্তি বিরোধী কতিপয় কুলাঙ্গারকে খুশি করতে চায়। সরকার প্রথম রোযায় ইসলামী জনতাকে গ্রেফতার করে রোজার মাসকে অপমানিত করছে, আমরা সরকারকে ধিক্কার জানাই।
সভাপতি তার বক্তব্যে বলেন, বাম-সেক্যুলার ও নাস্তিকদের চাপে সরকার ঈমানদার জনতার সাথে প্রহসনের খেলায় মেতে উঠেছে। অবিলম্বে গ্রিব দেবী থেমিসের মূর্তি অপসারণ করতে হবে অন্যথায় ছাত্রসমাজ দূর্বার গনআন্দোলন গড়ে তোলে মূর্তি অপসারন করতে বাধ্য করবে।
শাখা সাধারণ-সম্পাদক মুহা. দিদার হোসাইনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে আরো বক্তব্য
রাখেন এইচ.এম. কাউছার আহমাদ, মাওলানা ফিরোজ
আলম, যুবনেতা মুদ্দাচ্ছির হোসাইন, আল-আমিন সাইফুল্লাহ, মানজুর এলাহীসহ প্রমূখ। নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার তীব্র নিন্দা জানান।
Leave a Reply