রিয়াদ, বরিশাল প্রতিনিধি : মঙ্গলবার (২৯ আগষ্ট) বিকাল ৫টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শাখা সভাপতি গাজী সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মু. মুঈনুল ইসলাম এর পরিচালনায় সংগঠনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইশা ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন স্ব-শাখার অন্যান্য দায়িত্বশীল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সকল সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে মিয়ানমারে মুসলিম গনহত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করে ইসলামী ছাত্র সমাজকে এর প্রতিবাদে উদ্বুদ্ধ করার মানসিক প্রস্তুতি নিতে অনুরোধ করেন।
প্রধান অতিথির বক্তব্য শেষে র্যালী বের হয়ে উপজেলা শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
Leave a Reply