রিয়াদ, বরিশাল প্রতিনিধি : ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
গতকাল (বুধবার) বাদ আসর দলীয় কার্যালয়ে উপজেলা সভাপতি আহসান হাবীব বিশ্বাস-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মাদ আবদুল্লাহ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওলানা শামছুল হক, ইশা ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা হেলাল উদ্দিন ও হাফেজ রাসেল হুসাইন।
উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের উপজেলা সেক্রেটারী সিরাজুল ইসলাম ও ইশা ছাত্র আন্দোলন বাবুগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।
আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে বাবুগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার মসজিদের সামনে এসে দেশের স্থায়ী শান্তি ও মানবতার মুক্তি কামনা করে দুয়া মুনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।
Leave a Reply