বি-বাড়িয়া সংবাদদাতাঃ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে ত্রি-ধারা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর’১৭) বিকেল ৩টায় জেলা কার্যালয়ে ক্যাম্পাস প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি মুহাম্মদ ইবরাহীম খলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আবু হানিফ নোমানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যনিবার্হী সদস্য ছাত্রনেতা মুহাম্মদ মাহমূদুল হাসান বিন মনছুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সংগ্রামী জননেতা জনাব মোহাম্মদ ওবাইদুল হক, ইশা ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় শুরা সদস্য ও সদ্য সাবেক জেলা সভাপতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, ইসলামী যুব আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা সাধারণ সম্পাদক মাওলানা সামছ আল ইসলাম প্রমুখ।
সভা শেষে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর নতুন কমিটিতে সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান এর নাম ঘোষণা করা হয়।
Leave a Reply