কাজী শহিদুল্লাহ ওয়াহিদ, খাগড়াছড়ি প্রতিনিধি: শুক্রবার (৩১আগস্ট) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার নব নির্বাচিত সভাপতি জামেয়া বাবুনগর এর ইফতা বিভাগের ছাত্র মোঃ ইসমাইল হোসাইন মিসবাহ’র দাদা ও বেফাকুল মাদারিসিল আরাবিয়্যা বাংলাদেশ (বেফাক) মানিকছড়ি উপজেলা সভাপতি মাওলানা নুর মোহাম্মদ এর পিতা হাজি সিদ্দিকুর রহমান তার নিজ বাড়ি মানিকছড়িতে রাত ৮টা ২০মিনিটে পরিবারে সবার উপস্থিতিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১০৩ বৎসর, তিনি ৫ ছেলে, ৫ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। প্রবীণ এ মুরব্বীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সকাল ১০টায় মানিকছড়ি দারুচ্ছুন্নাহ বড় মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
Leave a Reply