আতিকুর রহমান, মৌলভীবাজার (জেলা) সংবাদদাতা: ২১ জুলাই রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকা থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র মৌলভীবাজার জেলা শাখার প্রতিনিধি সম্মেলন শাখা সভাপতি ইউসুফ আহমাদ মানসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এর সাঞ্চলনায় শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য মু. মাহমুদুল হাসান।
সম্মেলনে জেলার আওতাধীন সকল শাখা প্রতিনিধিগণ উপস্থিত থেকে স্ব স্ব শাখার প্রতিবেদন ও পরিকল্পনা পেশ করেন। সর্বশেষ জেলা শাখার ষাম্মাসিক প্রতিবেদন পেশ করা হয় এবং প্রধান অতিথির দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনা ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
এসময় জেলা শাখার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply