পারভেজ হোসাইন, রামগঞ্জ (উপজেলা) সংবাদদাতা : আজ শুক্রবার (২৫ আগস্ট) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সদস্য তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে।
মুহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ পারভেজ আটিয়ার সঞ্চালনায় সদস্য তারবিয়াতের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন
ইশা ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার ক্বওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক মুহাম্মদ সিদ্দিকুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে ছাত্র আন্দোলনের গুরুত্ব অপরিসীম, কারণ যুগে যুগে এই ছাত্রদের দ্বারাই ইতিহাস সৃষ্টি হয়েছে। ৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ এর গণআন্দোলন, ৭১ এর মুক্তিযুদ্ধ -এই আন্দোলনগুলিতে ছাত্রদের অগ্রণী ভূমিকা ছিল। অতএব আমাদেরকে ছাত্র রাজনীতি করতে হবে সততা ও নিষ্ঠার সাথে। ইশা ছাত্র আন্দোলন এর লক্ষ্যকে সামনে রেখে ছাত্র আন্দোলনকে মূল লক্ষ্যে পৌঁছাতে হবে।
সদস্য তারবিয়াতে আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন রামগঞ্জ উপজেলা শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিন, প্রচার সম্পাদক মুহাম্মদ ফরহাদ হোসাইন, কওমি মাদ্রাসা সম্পাদক ইউছুফ হোসাইন, পৌর সভাপতি মুহাম্মদ রাকিব উদ্দিন, পৌর সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান এবং পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply