পারভেজ হোসাইন, লক্ষ্মীপুর (জেলা) সংবাদদাতা : গতকাল (৩০ জুন) শুক্রবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইদারাতুল মা’আরিফাহ মিলনায়তনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির মাদ্রাসা বি. সম্পাদক মু. একেএম আবদুজ জাহের আরেফী।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলার সভাপতি অনারারী ক্যাপ্টেন (অব:) মুহাম্মাদ ইব্রাহীম।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক মু. শরিফুল ইসলাম, আইএবি লক্ষ্মীপুর জেলার সেক্রেটারি জেনারেল মাওলানা মহিউদ্দিন আহমেদ, মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল মাওলানা জহিরুল ইসলাম, আইএবি লক্ষ্মীপুর জেলা ছাত্র ও যুব বি. সম্পাদক ও ইশা লক্ষ্মীপুর জেলা সহ-সভাপতি ইমরান হোসাইন এবং জেলা সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কেন্দ্রীয় নেতা শরিফুল ইসলাম, অনারারী ক্যাপ্টেন (অব:) মুহাম্মদ ইব্রাহীম ও জেলা সভাপতি মাহমুদুল হাসান।
Leave a Reply