তৈয়বুর রহমান, গাজীপুর (জেলা) সংবাদদাতা : আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গাজীপুর জেলার কাপাসিয়া থানার আওতাধীন শিংহশ্রী ইউনিয়ন এর আহবায়ক কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিংহশ্রী ইউনিয়ন শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, সাবেক উপজেলা ছাত্রনেতা মুহা. আমিনুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, প্রকৌশলী মু. ওমর ফারুক ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ইশা ছাত্র আন্দোলন গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্র নেতা মু. শফিকুল ইসলাম এবং গাজীপুর জেলা প্রশিক্ষণ সম্পাদক ছাত্রনেতা মুহা. ইকরাম হোসেন খান প্রমূখ।
অালোচনা শেষে মুহা. আব্দুর রহমানকে আহবায়ক, মাহবুবুল হককে যুগ্ম আহবায়ক এবং মুহা. হাবিবুর রহামানকে সদস্য সচীব করে ২০১৭ সেশনের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply