ক্যাম্পাস প্রতিনিধিঃ শুক্রবার (১৭ নভেম্বর) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সরকারি বিএল কলেজ শাখার সভাপতি এম.এ হাসিব গোলদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা: হাসানুজ্জামানের পরিচালনায় মাসিক শবগুজারী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।
তিনি বলেন, ছাত্রদের নৈতিক ও মানসিক উন্নয়নে ইশা ছাত্র আন্দোলন অবিরাম কাজ করে যাচ্ছে। তিনি সমাজের সর্বস্তরের মানুষের ভিতর দ্বীনি শিক্ষা অর্জনের জন্য ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট আহ্বান জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ আব্দুল জলিল।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহা: আলফাত হোসেন লিটন, মুহা: আল আমিন, মুহা: নাজমুল হাসান, মুহা: আব্দুস সবুর, মুহা: ফজলে রাব্বি, মুহা: আব্দুল্লাহ আল মামুন, মুহা: তামিম হাসান আলাল, মুহা: আব্দুর রাজ্জাক সহ বি.এল কলেজ শাখার অধীনস্থ বিভিন্ন ডিপার্টমেন্টের নেতৃবৃন্দ।
Leave a Reply