এ.আর.এস আসলাম, মাদারীপুর জেলা সংবাদদাতাঃ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কালকিনি (মাদারীপুর) থানাধীন সাহেবরামপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৩০ আগস্ট’১৮) বিকেলে ইশা ছাত্র আন্দোলন সাহেবরামপুর ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মাদ ইসমাঈল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলনের প্রকাশনা সম্পাদক মাওলানা এস.এম আজিজুল হক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইশা ছাত্র আন্দোলন কালকিনি থানা শাখার সভাপতি মুহাম্মাদ তামিম হুসাইন।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তি উপস্থাপন পূর্বক ছাত্র সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি থানা শাখার সভাপতি ক্বারী রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক আলী আকবার, ইসলামী যুব আন্দোলন ডাসার থানা শাখার সভাপতি মাওলানা মুহসিন উদ্দিন আল-আজাদ প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়াও সাহেবরামপুর ইউনিয়ন শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন সহ অন্যান্য সহোযোগী সংগঠনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দীর্ঘ তিনঘণ্টা ব্যাপী অনুষ্ঠান অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের আশু রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত করা হয়।
Leave a Reply