মুক্তাদির চৌধুরী, সিলেট প্রতিনিধি : ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার উদ্যোগে জেলা আওতাধীন ত্রি-ধারা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে শুক্রবার (২৯ সেপ্টেম্বর’১৭) বিকাল ৩টা থেকে সংগঠন মিলানায়তনে ক্যাম্পাস প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা শাখা সভাপতি মু. সোহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহের মিসবাহ’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সূরা সদস্য ছাত্রনেতা মুহাম্মদ ইউসুফ মনসুর।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর সভাপতি মু. শিহাব উদ্দিন, জেলা প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরি রাকিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজ আহমদ মাহী, অর্থ সম্পাদক আব্দুল হাকিম, কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক আলীম উদ্দিন, কলেজ বিষয়ক সম্পাদক শাহীদুল ইসলাম প্রমূখ নেতৃবৃন্দ।
Leave a Reply