ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা শাখার উদ্যোগে ও নর্থইস্ট মেডিকেল কলেজ এর স্বেচ্ছাসেবী রক্তাদাতা সংগঠন ‘জীবন’ এর ব্যবস্থাপনায় রক্তদান কর্মসূচি শুক্রবার (৩১ আগস্ট) বাদ আছর নগরীর বন্দরবাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিলেট জেলা সভাপতি মুহাম্মদ আবু তাহের মিসবাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিবের পরিচালনায়
রক্তদান কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সি বিভাগীয় প্রধান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য জননেতা প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান, ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলার সহ-সভাপতি মুহাম্মদ ফয়জুল হাসান চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক এস.এম শামসুল আলম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ আলম সাঈফ, দপ্তর সম্পাদক শাহিদুল ইসলাম, কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক জুবায়ের আহমদ দিলওয়ার, আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক আলীম উদ্দিন, সদস্য মকবুল হোসেন প্রমুখ।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি মুহাম্মদ আবু তাহের মিসবাহ স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
Leave a Reply