মুক্তাদির চৌধুরী, সিলেট প্রতিনিধি : ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর শাখার উদ্যোগে আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বিকাল ৩টায় সংগঠনের নগর কার্যালয়ে চলতি মাসের মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মু. শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনীর হুসাইনের সঞ্চালনায় বৈঠকে বিগত মাসের কার্যক্রম পর্যালোচনা, কেন্দ্র প্রেরিত সার্কুলার পাঠপূর্বক সিদ্ধান্তগ্রহণ, চলতি মাসের বিভাগীয় পরিকল্পনা এবং কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতি মাসের গুরুত্বপূর্ণ কার্যক্রমের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক শরফ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল কাদির আল-মাহদী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আহমদ, অর্থ সম্পাদক মুহিবুর রহমান রনি, বিশ্ববিদ্যালয় সম্পাদক অলিউর রহমান, কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক রায়হান আহমদ, কলেজ বিষয়ক সম্পাদক মাসরুর দাইয়ান, সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ আরাফাত, সদস্য জাকির হুসাইন প্রমূখ নেতৃবৃন্দ।
Leave a Reply