ইসমাইল, সিলেট (মহানগর) সংবাদদাতাঃ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকাল ৩টায় সংগঠনের মহানগর কার্যালয়ে নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি মু. শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনীর হুসাইনের সঞ্চালনায় মাসিক সভায় বিগত দাওয়াতি মাসের কার্যক্রম পর্যালোচনা, কেন্দ্র প্রেরিত সার্কুলার পাঠপূর্বক সিদ্ধান্তগ্রহণ, চলতি মাসের বিভাগীয় পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ কর্মসূচীর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক শরফ উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আহমদ, অর্থ সম্পাদক মুহিবুর রহমান রনি, কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক রায়হান আহমদ, কলেজ বিষয়ক সম্পাদক মাসরুর দাইয়ান, সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ আরাফাত, সদস্য জাকির হুসাইন প্রমূখ নেতৃবৃন্দ।
Leave a Reply