স্টাফ রিপোর্টার : গত ১৯ মে’১৭ শুত্রুবার সকাল ৯টায় বাইতুল করিম মাদ্রাসা কমপ্লেক্স অডিটোরিয়ামে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় একদল যোগ্য কর্মী বাহিনী গঠনের লক্ষ্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আওতাধীন ইশা ছাত্র আন্দোলন হালিশহর থানা শাখার উদ্যোগে শাখা সভাপতি মু. নাজমুল ইসলামের এর সভাপতিত্বে ও শাখা সাধারণ সম্পাদক মু. আব্দুর রহিমের উপস্থাপনায় “সদস্য তারবিয়াত” অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে তারবিয়াত প্রদান করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের বিপ্লবি সভাপতি মু. নিজাম উদ্দিন। ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ শাহীন হাওলাদার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির সাবেক সভাপতি মু. জহিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ হালিশহর থানা শাখার সভাপতি জনাব মুহা. ফোরকান উদ্দিন, শাখা সেত্রুটারি মু. আবু সুফিয়ান, জয়েন্ট সেক্রেটারি মু. জহিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন থানা, ওয়ার্ড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।
সদস্য তারবিয়াত অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্র সমাজকে মেধাবী, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে। তাই সুন্দর আগামীর স্বপ্নে ছাত্র সমাজকে ইশা ছাত্র আন্দোলনের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইব্রাহিম খলিল, মাসুম খান, শাহরিয়ার রবিন, সাব্বির শেখ, ইরফানুল হক, হুজাইফা, আব্দুল আজিজ জসিম উদ্দিন, নুরুল আফতাহি, তানভীর হোসাইন সহ থানার সকল দায়িত্বশীলবৃন্দ।
Leave a Reply