পারভেজ হোসাইন, রামগঞ্জ (উপজেলা) সংবাদদাতা : আজ (২৭ জুলাই) বৃহস্পতিবার শাখা সহ-সভাপতি মুহা. হাছান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. শাহাদাত হোসাইনের সঞ্চালনায় আগামীকাল শুক্রবার ইশা ছাত্র আন্দোলন রামগঞ্জ উপজেলা শাখার সদস্য তারবিয়াত সফল করার লক্ষ্যে রামগঞ্জ উপজেলাধীন ১০নং ভাটরা ইউনিয়নে জরুরী সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন রামগঞ্জ উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ পারভেজ আটিয়া। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা কলেজ বি. সম্পাদক মু. আজিজুর রহমান।
জরুরী সভা শেষে প্রধান অতিথি ২০১৭ ও ১৮ সেশনের আহবায়ক কমিটি বিলুপ্ত করে ৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি মুহা. কুতুব উদ্দিন, সহ-সভাপতি মুহা. হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক মুহা. শাহাদাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুহা. ফজলে এলাহি, প্রশিক্ষণ সম্পাদক মুহা. আব্দুর রহমান, অর্থ সম্পাদক মুহা. হান্নান ও প্রচার সম্পাদক মুহা. মিরাজ হোসাইন এর নাম ঘোষণা করা হয়।
Leave a Reply