ভোলা : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম (শায়েখে কামেল চরমোনাই) বলেছেন, জনগণ বার বার বিভিন্ন সরকারের শাসন দেখেছে। সব সরকারগুলোই দেশ শাসনে চরমভাবে ব্যর্থ হয়েছে। বর্তমান সরকারও সর্বক্ষেত্রে ব্যর্থ, এমনকি জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আল্লাহর বাণী “যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বিচারকার্য পরিচালনা করে না তারা জালিম ও ফাসেক।” কাজেই বাংলাদেশে ইসলামী শাসন কায়েমের মাধ্যমে শান্তি ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, আল্লাহদ্রোহী জালিম গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। তাগুতী অপশক্তির মোকাবেলায় এবং ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করার জন্য তাগুত ও নারী নেতৃত্বের সংশ্রব ত্যাগ করা জরুরি। অভিশপ্ত নারী নেতৃত্ব বর্জন করতে ব্যর্থ হলে এবং আল্লাহদ্রোহী শক্তির সংশ্রব ত্যাগ করতে না পারলে ইসলামের কোনো উপকার করা সম্ভব হবে না।
সোমবার (৩০ অক্টোবর’১৭) ভোলা আনজুর হাট হাইস্কুল মাঠে বিশাল ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
Leave a Reply