শাহ মোহাম্মদুল্লাহ, বি-বাড়িয়া (জেলা) সংবাদদাতাঃ ইসলামী অান্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার অায়োজনে গতকাল শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় টিএ রোডস্থ মান্নান ম্যানশনে (৪র্থ তলা) সংগঠনের জেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ অাহমাদ (পীর সাহেব খুলনা)।
সংগঠনের জেলা সভাপতি মাওলানা অাবুল কালাম অাজাদের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ ওবাইদুল হকের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কুরঅান শিক্ষা বোর্ড চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাওলানা নূরুল করীম বেলালী, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র মুহাদ্দিস অাল্লামা নোমান অাল-হাবিবী, বামুক-এর জেলা ছদর অালহাজ্ব সৈয়দ অানোয়ার অাহমদ, অাইএবি’র জেলা সহ-সভাপতি মাওলানা অাব্দুল মালেক ফয়েজী, ইসলামী শ্রমিক অান্দোলনের জেলা সভাপতি শেখ মুহাম্মদ শাহ অালম, ইসলামী যুব অান্দোলনের জেলা সভাপতি মুফতি অাশরাফুল ইসলাম বিলাল, ইশা ছাত্র অান্দোলনের জেলা সভাপতি মোহাম্মদ ইব্রাহীম খলীল, অান্দোলনের সদর উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর অালম সরকার ও পৌর সভাপতি অালহাজ্ব সিরাজুল ইসলাম প্রমুখ।
Leave a Reply