গতকাল (শনিবার) ইসলামী আন্দোলন বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত আবুধাবী এস্টেট শাখার সভাপতি মাওলানা কারী সেলিম মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী এইচ এম আবুল খায়েরের সঞ্চালনায় দায়িত্বশীল তারবিয়াত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত শাখার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা নেয়ামত উল্লাহ আশরাফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাত শাখার কেন্দ্রীয় সহ-সেক্রেটারি মাওলানা মুজা. জুলফিকার রহমান।
প্রধান অতিথি তার বলেন, আমাদের দায়িত্বশীলদের কাজ হতে হবে রাসুল (সা.) এর সুন্নাহ অনুযায়ী, সাহাবাদের অনুসরণ করা আমাদের জন্য একান্ত জরুরি। সাহাবায়ে কেরামকে মাপকাঠি মেনে আমাদের পথ চলতে হবে। সেই সাথে ইসলামের লেবাস নিয়ে ভন্ড মুনাফিক হতে আমাদের সতর্ক থাকতে হবে।
বিশেষ অতিথি মাওলানা জুলফিকার রহমান তার বক্তব্যে বলেন, মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের পাশে দাড়ানো আমাদের ঈমানী দায়িত্ব। আমরা আশা করবো রোহিঙ্গা মুসলমানদের পক্ষে বাংলাদেশ সরকার মানবতার জন্য হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তিনি মায়ানমারের জালিম সরকার অং সাং সুচিকে শান্তির পথে ফিরে আসার আহব্বান জানান।
উক্ত দায়িত্বশীল তারবিয়াত ও আলোচনা সভায় শাখার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply