মুহাম্মদ মুরাদ হুসাইন, ওমান প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ ওমানস্থ বুহাসান শাখা কর্তৃক গত শুক্রবার (৩ নভেম্বর) দায়িত্বশীল তারবিয়ত অনুষ্ঠিত হয়। মাওলানা হুসাইন আহাম্মদ সাহেবের সভাপতিত্বে শুরু হয় অনুষ্ঠান কার্যক্রম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ওমান কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা মিযানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত ফেনি জেলা সেক্রেটারি ও ওমান কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম সাহেব। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জা’লান বু’আলী শাখা সহ-সভাপতি মাওলানা ইসমাইল হোসেন (সন্দীপি) সাহেব।
বক্তারা বলেন, যেই যেই কারনে নামায রোজা হজ্ব যাকাত ফরজ একই কারনে ইসলামী আন্দোলন করাও ফরজ। বক্তারা দায়িত্বশীলদেরকে ঐক্যবদ্ধ ও আন্তরিক হয়ে কাজ করার তাগিদ দেন।
উক্ত তারবিয়তে আরো উপস্থিত ছিলেন অত্র শাখা উপদেষ্টা আল্লামা নুরুল ইসলাম (আদিব সাহেব) ফেনি এর সু যোগ্য সাহেবজাদা মাওলানা নুরুল হুদা, সেক্রেটারি হাঃ ওবাইদ, জয়েন্ট সেক্রেটারি গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুরাদ হুসাইন, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, সহকারী প্রচার সম্পাদক হুসাইন সদস্য মাহমুদুল হাসান, হাঃ মাসুদ আলম, মিযানুর রহমান, দিদার হুসাইন ও মুস্তফা প্রমুখ।
Leave a Reply