স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার মাসিক দায়িত্বশীল বৈঠক আজ (শুক্রবার) সকালে পটিয়া শান্তিরহাটে অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আগামী ১৮ অক্টোবর বুধবার বামুক চট্টগ্রাম দক্ষিণ জেলার কমিটি নবায়ন সম্মেলন সফল করার লক্ষে সার্বিক সহযোগীতা এবং কর্ণফুলী ক্রসিং এলাকায় দ্রুত জেলা আন্দোলনের অফিস নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় মাওলানা নোমান জাহাঙ্গীর আজ হতে সক্রিয়ভাবে ইসলামী আন্দোলনের কার্যক্রমে জড়িত হওয়ার ঘোষণা দেয়ার পাশাপাশি সব ধরণের সহযোগীতার ঘোষণা দেন। সভায় জাতীয় শিক্ষক ফোরামের দক্ষিণ জেলা আহবায়ক ও শাহমীরপুর মাদরাসার পরিচালনা বোর্ডের অরেক সদস্য মাওলানা ইসমাঈল সাহেবও উপস্থিত ছিলেন।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন বামুকের জেলা সদর ও জেলা আন্দোলনের সিনিয়র সদস্য মাওলানা নুরুল আলম তালুকদার, সেক্রেটারী মুহাম্মদ হুমায়ুন কবির, জয়েন্ট সেক্রেটারী মিজানুর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ারুল ইসলাম, প্রচার সম্পাদক বখতেয়ার উদ্দীন, অর্থ সম্পাদক মাওলানা হাফেজ আবুল কালাম, সহকারী অর্থ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, বামুক সেক্রেটারী মাওলানা হাফেজ জাহিদুল হক, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দীন, সদস্য হাফেজ নেজাম উদ্দীন সুলতানি প্রমুখ।
Leave a Reply