আশরাফ আলী সোহান, কিশোরগঞ্জ প্রতিনিধি : ২৩ জুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন জয়কা ইউনিয়ন শাখার আয়োজনে বারুক বাজারে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে জয়কা ইউপি সভাপতি রুকন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি ও করিমগঞ্জ-তাড়া্ইলের জননেতা আলমগীর হোসাইন তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন করিমগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মুস্তফা কামাল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সহকারী দফতর সম্পাদক আশরাফ আলী সোহান, ইশা ছাত্র আন্দোলন জয়কা ইউনিয়ন সভাপতি আহমাদ উল্লাহ বিন ফরিদসহ মুজাহিদ কমিটি, ইসলামী আন্দোলন, ইশা ছাত্র আন্দোলন ইউনিয়ন শাখার নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে পবিত্র মাহে রমজানের ফজিলত তুলে ধরেন। তিনি বলেন কুরআনের সংস্পর্শে যেমন সব কিছু দামি হয়ে যায়, তেমনি কুরআনের বিরোধীকারীরাও ঘৃণ্য বস্তুতে পরিণত হয়। পবিত্র রমজান মাস শেষ পর্যায়, তাই বেশি বেশি আমল করে নিজের গুনাহ মাফ করিয়ে নেই।
বিশেষ অতিথি মাওলানা মুস্তফা কামাল বলেন রমজান মাসে যে তার গুনাহ মাফ না করাতে পারলো তার চেয়ে বড় হতভাগা আর কেহ নাই। তাই আর মাত্র কয়েকটা দিন আছে আমরা বেশি বেশি ইবাদত করি।
এছাড়াও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইসলামী হুকুমতের গুরুত্ব তুলে ধরেন।
দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন করে নামাজের পর আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ আসন-৩ (করিমগঞ্জ-তাড়াইল) প্রার্থী হাফেজ মাওলানা আলমগীর হোসাইন
এক উঠান বৈঠক করে। উঠান বৈঠনের নেতাকর্মীদের খোঁজখবর নেন, নির্বাচনী মাঠের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানেন।তিনি নেতাকর্মীদের কাজ করে যেতে বলেন।
Leave a Reply