গতকাল ৮ই ফাল্গুন ১৪২৭বাংলা ২১শে ফেব্রুয়ারি ২০২১ ইংরেজি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “ইসলামে মাতৃভাষার গুরুত্ব” শীর্ষক এক আলোচনা সভা সাভার আইএবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মোঃ ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা উত্তরের সেক্রেটারী মোঃ হাসমত আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসউদ, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আশরাফ আলী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা বেলাল আহমেদ প্রমূখ।
বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, ইসলাম মাতৃভাষাকে বিশেষ গুরুত্ব ও মর্যাদা দিয়েছে। মহান আল্লাহ তা’আলা নবী-রাসূলগনকে তাদের নিজ নিজ জাতির কাছে মাতৃভাষী করে প্রেরন করেছেন। ভাষা শহীদদের রক্তের পবিত্রতা রক্ষায় বাংলা ভাষাকে ভিনদেশী আগ্রসন মুক্ত করতে হবে। এই চেতনা নিয়ে ভাষা আন্দোলন হয়েছিল কিন্তু তিক্ত হলেও সত্য যে ১৩৫৯ সালের ৮ই ফাল্গুন থেকে আজ পর্যন্ত ৬৭ বছর পার হলেও আজও সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার প্রতিষ্ঠা লাভ করেনি। বাংলা ভাষার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ ও ভালোবাসা সন্তোষজনক নয়। তারা হিন্দি সিনেমা, গান ও সিরিয়াল দেখে তাদের অনুকরণ শিখছে। উচ্চবিত্তরা ইংরেজি পড়া ও পড়ানোকে এবং বাংলাকে ইংরেজির মিশ্রণে বিকৃত করে এধরনের আভিজাত্য মনে করছেন। বাংলা ভাষার প্রতি এই অসাধারণ বন্ধ করা এখন সময়ের দাবি। রাষ্ট্রকে এর দায় ও দায়িত্ব নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।
সভা শেষে মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে শাহাদাতবরণকারীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply