নোয়াখালী থেকে আবদুল ওয়াহাবঃ ঈদের দীর্ঘ ব্যস্ততা কাটিয়ে সরগরম হয়ে উঠেছে নোয়াখালীতে ইসলামী আন্দোলনের রাজনৈতিক তৎপরতা। তারই ধারাবাহিকতায় আজ ৪ জুলাই রোজ মঙ্গলবার বাদ জোহর থেকে নোয়াখালীর জেলা শহর মাইজদীর বিআরডিভি হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী সম্মেলন।
জেলা সেক্রেটারী মাওলানা কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) দামাত বারাকাতুহুম।
আইএবি জেলা সভাপতি হাফেজ মাওলানা নজীর আহমাদের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন আইএবি, ইশা ছাত্র আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন ও ইসলামী যুব আন্দোলনসহ সহযোগী সংগঠন সমূহের জেলা নেতৃবৃন্দ।
সম্মেলন ঘিরে নোয়াখালীতে ঈদ পরবর্তী সাংগঠনিক তৎপরতায় সঞ্জীবনী ফিরে এসেছে বলে মনে করছেন সংগঠনের নেতারা। সম্মেলনে আগত নেতা কর্মীদের উপচে পড়া ভীড়ের ফলে সম্মেলনস্থলের বাহিরেও ভীড়ের তীব্রতা পরিলক্ষিত হয়।
Leave a Reply