হাসান মাহমুদ, ফেনী সংবাদদাতা : শুক্রবার (৯ জুন) বিকাল ৩টা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলগাজী উপজেলা শাখার উদ্যোগে পুরাতন মুন্সিরহাট আল মদিনা কমিউনিটি সেন্টারে “আদর্শ সমাজ গঠনে মাহে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি মাওলানা নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা হারুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানজিমুল মাদারিসিল কাওমিয়্যাহ ফেনী জেলার সেক্রেটারি ইসলামী আন্দোলনের সদ্য সাবেক জেলা সভাপতি, হাফেজ্জী হুজুর রহ. এর সুযোগ্য খলিফা শাইখুল হাদিস আল্লামা মুফতি হাবিবুর রহমান সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান জনাব আবদুল আলীম, ইসলামী আন্দোলন ফেনী জেলা সভাপতি মাওলানা কাজী গোলাম কিবরিয়া, জেলা ইশা ছাত্র আন্দোলনের সহ-সভাপতি সাঈদুল হক সিরাজী প্রমুখ।
উল্লেখ্য, সকাল ১১টা হতে যোহর পর্যন্ত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ফুলগাজী উপজেলা শাখার উদ্যেগে উক্ত মিলনায়তনে সদস্য তরবিয়ত ও উপজেলা সম্মেলন শাখা সহ-সভাপতি আবদুল আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে তরবিয়ত প্রদান করেন জেলা ছাত্র আন্দোলনের সহ-সভাপতি সাঈদুল হক সিরাজী।
বাদ আসর বিদ্যমান কমিটি বিলুপ্তি করে নতুন কমিটিতে মোহাম্মদ আব্দুল আউয়াল সভাপতি, মোহাম্মাদ ফয়জুল্লাহ পিয়াশ সহ-সভাপতি ও হাফেজ কাফিল উদ্দিনকে সাধারণ সম্পাদক মনোনীত করে নাম ঘোষণা করা হয়।
Leave a Reply